শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কাশ্মীর প্রশ্নে বিশেষ দূত নিয়োগ করেছে ওআইসি

৩ জুন, সাউথ এশিয়া মনিটর : ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) সৌদি আরবের ইউসেফ আলদোবেকে জম্মু ও কাশ্মির বিষয়ক বিশেষ দূত নিয়োগ করেছে। সেইসাথে সংস্থাটি জাতিসঙ্ঘ প্রস্তাবের আলোকে কাশ্মিরি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের বৈধ অধিকারের প্রতি তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। শনিবার পাকিস্তান পররাষ্ট্র দফতর এ তথ্য জানায়।

পবিত্র মক্কা নগরীতে ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইরানের সাথে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই সম্মেলনে ফিলিস্তিনিদের প্রতিও সমর্থন ঘোষণা করা হয়।

পররাষ্ট্র দফতর জানায়, শীর্ষ সম্মেলনের ইশতেহারে অধিকৃত কাশ্মিরে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে জাতিসঙ্ঘ তদন্ত কমিশন গঠন এবং ওই কমিশন ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে সেখানে প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানানো হয়।

ভারত অধিকৃত কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে ওআইসির মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে স্বাগত জানানো হয়। এছাড়া ২০২১ সালে ইসলাবাদে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ৪৮তম বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ