শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আম্পায়ারিং নিয়ে নেতিবাচক মন্তব্য নয়---- আইসিসি

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে মন্তব্য করায় আইসিসির তোপের মুখে সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং। আইসিসি ধারাভাষ্যকার হিসেবে তাঁকে সতর্ক করে দিয়েছে।ঘটনার শুরু অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। ক্রিস গেইলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের আম্পায়ার ক্রিস গ্যাফানির পরপর দুটি ভুল সিদ্ধান্ত রিভিউয়ে ধরা পড়ে। পরে ক্যারিবীয় ব্যাটসম্যান আউট হয়েছেন গ্যাফানির গাফিলতিতেই। মিচেল স্টার্ক যে বোলিংয়ের সময় ক্রিজের এত বাইরে পা ফেলেছিলেন, সেটি চোখেই পড়েনি তাঁর। চরম বাজে আম্পায়ারিং। কিন্তু এটি নিয়ে কথা বলেই ফেঁসে গেছেন সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং। আইসিসির অভিযোগ বিশ্বকাপে টেলিভিশন ধারাভাষ্যকার হিসেবে আম্পায়ারিং নিয়ে নেতিবাচক মন্তব্য হোল্ডিং করতে পারেন না। ক্যারিবীয় কিংবদন্তিকে সতর্কই করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ