শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কাপাসিয়ায় উদ্ধারকৃত মেছোবাঘের বাচ্চা বনবিভাগ গ্রহণ করেনি

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের কান্দানিয়া গ্রাম থেকে ১ জুন (শনিবার) সকালে একটি মেঁছোবাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ও বনবিভাগের কর্মকর্তারা  বাঘের বাচ্চাটি পরিদর্শন করেছেন।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের কান্দানিয়া গ্রামের আলাউদ্দিন শেখের পুত্র শরীফ শেখ শনিবার তাদের বাড়ির পাশে আনারস ও কাঁঠাল বাগানে গিয়ে একটি মেঁছোবাঘের বাচ্চা দেখতে পায়। কয়েকজন মিলে অনেক চেষ্টার পর বাচ্চাটি আটক করে। পরে খবর পেয়ে থানা পুলিশ এবং বনবিভাগের স্থানীয় গোসিংগা বিট কর্মকর্তা বিপ্লব বাচ্চাটি পরিদর্শণে আসেন। তারা বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের পর কেউই তা গ্রহন করতে রাজি হয়নি। তাই উপজেলা  নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা’র পরামর্শে যে বন থেকে বাচ্চাটি উদ্ধার করা হয়েছিল, পুনরায় তাকে ওই বনেই ছেড়ে দেয়া হয়েছে।
এব্যাপারে স্থানীয় গোসিংগা বন বিট কর্মকর্তা বিপ্লব জানান, মেঁছোবাঘের বাচ্চা কৃষকের কোন ক্ষতি করেনা। বাচ্চাটি বনবিভাগ ও চিড়িয়াখানা গ্রহন করতে রাজি হয়নি। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে ছেড়ে দিতে বলা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ