শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

খুলনায় দেশের প্রথম প্রি-পেমেন্ট মিটার উৎপাদন কারখানা

খুলনা অফিস : দেশে প্রথম বৈদ্যুতিক প্রি-পেমেন্ট মিটার তৈরির কারখানা খুলনায় স্থাপন করা হচ্ছে। আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে উৎপাদনে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নির্ধারিত নামে কোম্পানি গঠনসহ উৎপাদনের যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, দেশে প্রথম বৈদ্যুতিক প্রি-পেমেন্ট মিটার তৈরির লক্ষ্যে যৌথ কোম্পানি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং চায়নার হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেডের মধ্যে একটি জয়েন্ট ভেঞ্চার চুক্তি সই করা হয়েছে। এদিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ১০০% সরকারি মালিকানাধীন বিদ্যুৎ বিতরণ কোম্পানি হিসেবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২১টি জেলা ও ২০টি উপজেলা সদরে বর্তমানে সর্বমোট ১১,৫৩,৮৪৯ জন বিদ্যুৎ গ্রাহককে সেবা প্রদান করছেন। বিদ্যুৎ গ্রাহকগণকে আধুনিক ও আরও মানসম্মত সেবা প্রদান এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার সকল বিদ্যুৎ গ্রাহককে প্রি-পেমেন্ট মিটারের আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ওজোপাডিকো’র আওতায় ১৪ লাখ ৬৮ হাজারটি প্রি-পেমেন্ট মিটার স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১,৫৪,৮৬৪টি প্রি-পেমেন্ট মিটার গ্রাহকের আঙ্গিনায় স্থাপন করা হয়েছে। অবশিষ্ট ১৩,১৩,১৩৬টি মিটার আগামী ২০২৩ সালের মধ্যে স্থাপন করতে হবে। সরকারের এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত সপ্তম পঞ্চবার্ষিকী (২০১৬-২০২০) পরিকল্পনায় সারাদেশে ৭৫ লাখ ইলেকট্রোমেকানিক্যাল বা ডিজিটাল এনার্জি মিটার-কে প্রি-পেমেন্ট মিটার দ্বারা প্রতিস্থাপনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ