শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রেল কর্তৃপক্ষ গাফলতির দায়িত্ব কিছুতেই এড়াতে পারেন না

মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট থেকে ঢাকা গামী উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি একটি কালভার্ট ভেঙ্গে লাইনচ্যুত হয়ে খালে পড়ে গিয়ে ৭ জন নিহত ও আড়াই শতাধিক যাত্রী আহত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদ এবং সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।
গতকাল সোমবার দেয়া বিবৃতিতে তারা বলেন, বড়ছড়া নামক ছড়ার উপর নির্মিত পুরনো কালভার্টটি রেল চলাচলের উপযুক্ত ছিল কিনা তা কর্তৃপক্ষের পরীক্ষা করে দেখা উচিত ছিল। রেল কর্তৃপক্ষ এ গাফলতির দায়িত্ব কিছুতেই এড়াতে পারেন না। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালভার্ট ভেঙ্গে এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ সুষ্ঠুভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন এবং এ ধরনের দুর্ঘটনা রোধ করার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন।
দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন নেতৃদ্বয় তাদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের সুচিকিৎসা ও দ্রুত আরোগ্য কামনা করেন। সেই সাথে নিহত ও আহতদের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপুরণ দেয়ার দাবি জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ