শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

দৌলতপুরে দুদকের গণশুনানি

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে দুর্নীতি দমন কমিশন দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেনন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (বিশেষ তদন্ত) মো. সাঈদ মাহবুব খান। উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ কুষ্টিয়ার উপ-পরিচালক মৃনাল কান্তি দে, দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় পরিচালক মো. আব্দুল গাফফার, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা শরিফ, দুর্নীতি দমন কমিশন সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকারিয়া ও দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো. নজরুল ইসলাম। দুর্নীতি দমন কমিশনের এ গণশুনানিতে সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের ৬৪টি অভিযোগ উপস্থাপন হয়। কিছু অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তি করা, কিছু অভিযোগ বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং বাকী অভিযোগ দুদক কুষ্টিয়াকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়।
গণশুনানিতে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকার অভিযোগকারীরা সরাসরি অংশ নেয়। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ