শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আমতলীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রত্যাহার

আমতলী (বরগুনা) সংবাদদাতা : বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মেজর জেনারেল  মাহবুবুর রহমানের কঠোর নির্দেশনায়  বরগুনার ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালীর তত্ত্বাবধানে আমতলী উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি  উপজেলার সকল ঔষধের  দোকান থেকে  মেয়াদ উত্তীর্ন সকল  ঔষধ    কোম্পানীকে ফেরৎ দিচ্ছেন। আমতলী কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির জানান , বরগুনার ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়কের নির্দেশে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির অন্তর্ভুক্ত সকল দোকান থেকে মেয়াদ উত্তীর্ন ঔষধ সংশ্লিষ্ট কোম্পানীদের প্রতিনিধিদের কাছে ফেরৎ দেয়ার ব্যবস্থা করা হয়েছে। কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন জানান, কেমিষ্ট  এন্ড ড্রাগিষ্ট সমিতির কোন সদস্যর দোকানে মেয়াদ উত্তীর্ন ঔষধ  যাতে না থাকে তার ব্যবস্থা নেয়া হচ্ছে। বরগুনার ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালী  জানান, সরকারের  কঠোর নির্দেশনা রয়েছে । কোন দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকতে পারবেনা।  ২ জুলাইর মধ্যে সকল দোকান থেকে মেয়াদ উত্তীর্ন  ঔষধ প্রত্যাহার করতে বলা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ