শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ছড়া/কবিতা

নারীর কথা
-সুরাইয়া বেগম

নারীদের গল্প
অতি অল্প স্বল্প
নারীদের কাহিনী তাই
আমরা সবাই বুঝতে চাই।
৮ই মার্চ দিনটি অনন্য
আজকে নারীদের জন্য
করে সবাই ধন্য ধন্য।
পরম শ্রদ্ধা ভালবাসায়
দিবসটিকে মানাতে চায়।
যদি সকল মানুষ
রাখত একটু হুশ।
তবে অন্য সকল দিন
নারী হতো না পরাধীন।
যদি নারীরা পেত
সঠিক সম্মান,
তবে তারা হতো নাতো
শোষণ অপমান।
মা বোন বিবি জেনে
রাখত তাদের সম্মান।
রাস্তাঘাটে নারীরা
হতো নাতো পেরেশান,
যেখানে সেখানে সকলে
রাখত নারীর মান।


নারী
-নাহিদ সুলতানা

নারী; তুমি স্ত্রী রূপে
অর্ধাঙ্গিনী,
মা বলো বোন বলো
তুমি সর্বাঙ্গিনী।

নারী; তুমি তোমার কাজে
চিরকাল মহীয়ান,
মহাকাল ধরে তুমি রবে
হয়ে চির অম্লান।

নারী; তুমি বিশ্ব মাঝে
বিধাতার সেরা দান,
ইসলাম তোমায় দিয়েছে আরো
সবার সেরা সম্মান।
নারী; তুমি নামায পড়ো, পর্দা করো-
ইসলামকে করো দ্বীন,
কোন দামেই শোধ হবে না
জন্মের সেই ঋণ।
নারী; তুমি প্রথম শহীদ
জান্নাত তোমার পদতলে,
দ্বীনের আলো দাও ছড়িয়ে
 ফোটাও শতদলে।


নারী
-জাবরীনা আক্তার

নারী,
তুমি জানো কী তোমার নাম?
খাদীজা, আয়শা, আছিয়া, সুমাইয়্যা
মহীয়সী মহিয়ান,
নারী, তুমি জানো কী তোমার মান?
জন্মের সাথেই খোঁড়া হতো কবর
চাপা দিত তোমার প্রাণ,
ইসলাম এসে রুখে দাঁড়িয়েছে
দিয়েছে তোমায় সম্মান
নারী, তুমি পেয়েছ তোমার মান।

নারী,
তুমি জানো কী তোমার পরিচয়?
তুমি তো কন্যা
তুমি তো জায়া
তুমিই তো জননী;
তোমারি মাঝে সুপ্ত রয়েছে
লাখো কোটি বীর সেনানী।
হায়, একী হলো নারী?
কী তোমার পরিণাম?
ভগ্ন হৃদয়ে নগ্ন শরীরে
হয়ে গেছো বে-ঈমান?
স্বাধীনতা বলে শ্লোগান দিয়েছ
হয়েছো পরাধীন;
হাটে-বাজারে, মাঠে-ঘাটে আজ
হয়েছো শ্লীলতাহীন।

নারী,   আজ ভুলেছ কি তুমি নাম-পরিচয়,
       ভুলেছ তোমার মান?


প্রতিধ্বনি
-আফরোজা খানম লিলি

নারী তুমি শক্তি ধরণীর পরে
শতগুণী জন্ম দিলে কে গুনতে পারে!
মহাকবি মহাজ্ঞানী মহান যত গ্রন্থ
ধরায় ধরিছে যারা সবই তোমার জন্য
নারী তুমি ধন্য সভ্যতা নির্মাণে
খুনিদের দাঁত ভেঙ্গে জনতার কল্যাণে।
নারী তুমি ভিত্তি পাহাড়ের মত
হাজার বাধার মাঝেও অটল দাঁড়িয়ে থাকো,
কোথায়? মরিয়ম আছিয়া ফাতেমার কা-ারী
ধরো টেনে দুই হাতে হায়েনার খঞ্জরী
জেগে ওঠো বার বার তাগুতের ধরাতল
টেনে ধরো খুলে দাও লোভীদের শৃঙ্খল
ভেঙ্গে দাও যত বাধা হও আগুয়ান
বজ্র কণ্ঠে গেয়ে ওঠো কালিমার গান।

অনলাইন আপডেট

আর্কাইভ