বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

সিরাজগঞ্জের সলঙ্গায় সাত কিলোমিটার রাস্তা যেন মরণ-ফাঁদ

সিরাজগঞ্জের সলঙ্গায় ঝুরঝুরি আব্বাসের বাড়ির সংলঙ্গ ব্রীজ হতে সলঙ্গা কুঠিপাড়া পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা।

সিরাজগঞ্জ (সলঙ্গা) থেকে সংবাদদাতাঃ সিরাজগঞ্জ সলঙ্গায় ঝুরঝুরি আব্বাসের বাড়ির সংলঙ্গ ব্রীজ হতে সলঙ্গা কুঠিপাড়া পর্যন্ত। এই সাত কিলোমিটার রাস্তা তো নয় সে যেন মরণ- ফাঁদে পরিণত হয়েছে। গত বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা গেছে, সিরাজগঞ্জ সলঙ্গা থানার মধ্যে তাড়াশ টু সলঙ্গার ঝুরঝুরি আব্বাসের বাড়ির সংলঙ্গ ব্রীজ হতে সলঙ্গা কুঠিপাড়া পর্যন্ত এই রাস্তাটা ব্যস্ততম। প্রতিদিন শত শত মানুষ হাজার হাজার ভ্যান, রিকশা, মোটরসাইকেল ও সিএনজি টেকসি, ভটভটি, টলিসহ নানা যানবাহন চলাচল করে। বাণিজ্যিক এলাকাসহ বিভিন্ন আবাসিক এলাকার রাস্তাগুলো বিশেষ করে এই ৭ কিলোমিটার রাস্তাটায় খানা-খন্দকের সৃষ্ট হয়ে কর্দমাক্ত পথচারীদের হেঁটে চলার সময় সর্তকভাবে পা ফেলতে হয়। এককালের তকতকে ঝকঝকে সন্দুর এই সাত কিলোমিটার রাস্তাটা আজ অভিভাবকহীন। ভারী যানবাহন চলাচল করায় এই রাস্তাটার অধিকাংশ জায়গায় সিলকোট ও কার্পেটিংসহ ইটের খোয়া ওঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। গত বর্ষা মওসুমে বিভিন্ন সময় বৃষ্টির কারণে গর্তে হাটু পানি জমে, বিভিন্ন জায়গায় ময়লা ও কাদাজলে একাকার অবস্থার সৃষ্টি হয়েছে। পথ চলতে গিয়ে প্রতিদিনই কেউ না কেউ শিকার হচ্ছেন দুর্ঘটনার।  
স্থানীয়রা জানান যে, এলাকার প্রধান ব্যস্ততম রাস্তা এটি। এ সাত কিলোমিটার দিয়ে প্রতিদিন ক্ষেত খামার করে জীবিকা নির্বাহকারী কৃষকরাও তাদের উৎপাদিত শস্য, মাছ, মুরগিসহ নানা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র যথাসময়ে বাজারজাত করতে পারেন না। শুধু তাই নয়, এলাকার কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যেতে দারুণ সমস্যায় পড়ে যেতে হয়। এমনকি ভাড়া বেশি গুণতে হয়। স্থানীয় তরুণ সমাজসেবক ডাক্তার ফারুক আহমেদ বলেন, রাস্তাটি সংস্কার করা হলে এ এলাকা অনেক এগিয়ে যাবে। এই এলাকা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে যাওয়া ছাত্র/ছাত্রীদের কষ্ট লাঘব হবে। রাস্তাটির দ্রুত সংস্কারের ব্যাপারে  সিরাজগঞ্জ রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা আসনের সংসদ সদস্যের নিকট, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন, উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট জহিদুল ইসলামসহ সংশ্লিষ্টদের সুনজর  কামনা করেছেন এলাকাবাসী।

অনলাইন আপডেট

আর্কাইভ