মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

বাংলাদেশ ক্লাব ফুটবল অ্যাসোসিয়েশনের সভা

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের আলোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার  রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার সম্মতিক্রমে ক্লাবের লোগো অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সভায় অডিট রিপোর্ট ও এজিএমের জন্য বাফুফে চিঠি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অ্যাসোসিয়েশনের সভাপতি তরফদার রুহল আমিন বলেন, ফুটবল ফেডারেশনের যতো গুলো ইভেন্ট আছে, ইভেন্টগুলো কার কাছে কতো টাকায় বিক্রি করা হয়েছে, তা জানতে চাওয়া হবে। সব ক্লার্কের প্রেসিডেন্ট ও সেক্রেটারি বাফুফের গঠনতন্ত্র অনুযায়ী অডিট রিপোর্ট ও এজিএমের তারিখ চেয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে চিঠি দেওয়া হবে। এ তারিখের মধ্যে এজিএম করতে ব্যর্থ হলে আইন অনুযায়ী তলবি সভা ডেকে বাফুফের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। লীগে পাতানো খেলা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, লীগে পাতানো খেলার সঙ্গে যেই জড়িত হোক না কেন, এ ব্যাপারে তদন্ত হওয়া উচিত। এ সময় তিনি লীগ খেলার মধ্যে খেলোয়াড়দের দলবদল করার তীব্র সমালোচনা করেন তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ