শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বেলকুচিতে সড়কের বেহালদশা দুর্ভোগে ৮ গ্রামের মানুষ

বেলকুচিতে সড়কের বেহালদশা

আব্দুস ছামাদ খান,বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ সিরাজগঞ্জের বেলকুচি-দৌলতপুর সড়কের বেহালদশা, যোগাযোগ দুর্ভোগে পড়েছে  ৮ গ্রামের মানুষ। বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হাজী আঃ কাদেরের বাড়ির সামনে বৃষ্টির পানিতে সড়কটির দু পাশে ভাঙ্গে গেছে।এছাড়াও সড়কটির অনেক স্থানে খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়ে এ রাস্তায় যানবাহন চলাচল করতে পারছেনা। ঐ গ্রামের স্থানীয় বাসিন্দারা  জানায়, বেশ কিছু দিন হলো এই সড়কটির কয়েক স্থানে ভেঙ্গে  গেছে ও অসংখ্য স্থানে খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে কোন যানবাহন চলাচল করতে পারছে না। এ সড়কটি দিয়ে চলাচল করে ৮ গ্রামের মানুষ। এছাড়াও বেলকুচি, কামারখন্দ, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলা এলাকার মানুষও এ রাস্তা দিয়ে চলাচল করে থাকে। এই সড়ক দিয়ে স্কুল-কলেজ, হাট-বাজার, ব্যবসা বানিজ্য সহ বিভিন্ন কার্য সম্পাদন করে থাকে এই ৮ গ্রামের মানুষ। দীর্ঘদিনেও  সড়কটি সংস্কার না হওয়ায় মালামাল পরিবহনের ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতির মূখে পড়েছে তারা। এলাকাবাসী জরুরী ভিত্তিতে  সড়কটি সংস্কারের দাবী জানিয়েছেন।
এ বিষয়ে দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাব হোসেন বলেন, সড়কটি অতি গুরুত্বপূর্ণ। তাই খুব শিঘ্রই  প্রাথমিক অবস্থায় আমরা সংস্কারের ব্যবস্থা করবো এবং এই সড়কের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ