শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

কলারোয়ায় (সাতক্ষীরার) সংবাদদাতা : সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকের ধাক্কায় কমলা রাণী হালদার (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত. নিতাই হালদারের স্ত্রী। তিনি কলারোয়া মাছ বাজারে পানি দেওয়া ও মাছ পরিস্কারের কাজ করতেন। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে কলারোয়া পৌর সদরের ঝিকরা হরিতলা পূজা মন্ডপের পাশের পুকুর ধারে যশোর-সাতক্ষীরা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় কমলা রানী সকালে বাড়ি থেকে কলারোয়া মাছ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে পৌছালে যশোর দিক থেকে ছেড়ে আসা পাথরভর্তি ট্রাক ও সাতক্ষীরা দিক থেকে ছেড়ে আসা ঢাকা পরিবহনের ক্রসিংয়ের সময় পাথরভর্তি  ট্রাকটি পুকুর ধারে উল্টে যায়। এ সময় ওই স্থানে থাকা কমলা রাণী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কলারোয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর-উল-গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় ছাকিমুল ইসলাম নামের এক ব্যক্তি জানান- দ্রুতগামী পরিবহনকে সাইড দিতে গিয়ে পাথর ভর্তি (১০চাকার ট্রাকটি (ঢাকা ২৫৩/অ) যশোর-সাতক্ষীরা মহসড়কের মেইন রোডে হরিতলা ও প্রি-ক্যাডেট স্কুলের মাঝামাঝি পুকুরের সাইডে নেমে যায়। পুকুরের পাশে সদ্য মাটি ভরাট করা অংশে ট্রাকটি গেলে মাটি ধসে পাশের পিলার ভেঙ্গে পুকুরের মধ্যে পড়ে উল্টে পড়ে যায়। এসময় পথচারী পৌরসভার ৫নং ওয়ার্ড ঝিকরা গ্রামের কমলা হালদার ট্রাকের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে যান।

অনলাইন আপডেট

আর্কাইভ