শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

জাপা নেতা আলমগীর লোটনের বিরুদ্ধে ধর্ষণের মামলা

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেছেন এক তরুণী। ৩২ বছর বয়সী ওই নারী ১১ জুলাই ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করলেও বিষয়টি গতকাল মঙ্গলবার তার দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের দাফনের দিন খবরটি গণমাধ্যমের কাছে আসে। বিচারক আবু নাসের মো. জাহাঙ্গীর আলম তার অভিযোগ শুনে বিচার বিভাগীয় তদন্ত শেষে ২৭ জুলাইয়ের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন বলে বাদীর আইনজীবী অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির জানিয়েছেন। তবে গতকাল মঙ্গলবারও ট্রাইব্যুনাল থেকে মামলার নথিপত্র ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়নি। আইনজীবী হুমায়ুন বলেন, “অভিযোগের সঙ্গে অনেকগুলো স্থিরচিত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে, যা সঙ্গতিপূর্ণ বলে মনে হচ্ছে। কতগুলো ভিডিওচিত্র রয়েছে, যা ট্রাইবুনালে সময়মতো জমা দেওয়া হবে। “প্রথমে এরকম একজন বয়োঃজ্যেষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে আমি মামলা করতে চাইনি। কিন্তু ঘটনা সত্য মনে হওয়াতে আমি বাদীর পক্ষে মামলা করেছি। বিচার বিভাগীয় তদন্তে কী বেরিয়ে আসে দেখা যাক।” ঢাকার বাংলাবাজারে পুস্তক ব্যবসায়ী লোটন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির গত কমিটিতে সভাপতি ছিলেন। তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল বুক সেন্টারের (জাতীয় গ্রন্থ সংস্থা) পরিচালনা পষর্দেরও সদস্য।

অনলাইন আপডেট

আর্কাইভ