শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

প্রচণ্ড গরমের কারণে অপরাধ কার্যক্রম বন্ধ রাখার আহ্বান ম্যাসাচুসেটস পুলিশের

২২ জুলাই, সিএনএন : যুক্তরাষ্ট্রজুড়ে চলছে তীব্র দাবদাহ। প্রচণ্ড গরমে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গেছে। এতোই গরম যে, ম্যাসাচুসেটস পুলিশ অন্তত সোমবার পর্যন্ত অপরাধীদের অপরাধ কার্যক্রম বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছে।

নিজেদের ফেসবুক পেজে ম্যাসাচুসেটস পুলিশ ডিপার্টমেন্ট লিখেছে, ‘বন্ধুরা প্রচণ্ড গরমের কারণে আমরা আপনাদের কোনো অপরাধ করার আগে দুবার ভাবার অনুরোধ করছি। অতিরিক্ত গরমের চেয়ে বড় গুণ্ডা আর আমাদের এখোনে নেই। সে বড়ই ভয়ংকর। বাড়িতে থাকুন। নিজেদের এসির শক্তি বাড়ান। স্ট্রেঞ্জার থিংস সিজন-৩ দেখুন, ফেস অ্যাপের সঙ্গে খেলাধুলা করুন, নিজের বেসমেন্টে কারাতে প্র্যাকটিস করুন, সোমবার পরিবেশ একটু ঠাণ্ডা  হলে আমাদের আবারও দেখা হবে। আপনাদেরই, পুলিশ। বি.দ্র: দয়া করে স্পয়লার দেবেন না। আমরা স্ট্রেনজার থিংস এর দ্বিতীয় সিজন পর্যন্তই দেখেছি।’

অনলাইন আপডেট

আর্কাইভ