শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মাদ্রাসার সম্পত্তি দখলে রাখতে না পেরে হামলার অভিযোগ ॥ জনমনে ক্ষোভ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাস উপজেলায় দুধঘাটা নূরে মোহাম্মাদ (স:) দাখিল মাদরাসার জায়গা দখলে রাখতে না পেরে হামলা ও ভাংচুরের অভিযোগে থানায় ডায়রী। হামলার ঘটনায় জনমনে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। উপজেলা নির্বাহী অফিসার বরাবরে মাদ্রাসা সুপার স্বাক্ষরিত অভিযোগ সূত্রে জানা গেছে, জাহাঙ্গির চৌধুরী ৪৩ শতক সম্পত্তি ২০০২ সালে মাদ্রাসায় দান করেন। যা ২০০৯ সালে মাদ্রাসার নামে ৩১ ধারায় ডিপি খতিয়ান এবং হালনাগাদ খাজনা পরিশোধিত হয়। দাতা কর্তৃক ২০১০ সালে বন্টন মামলায় বিজ্ঞ আদালত ২০ জুন ২০১৯ মাদ্রাসার পক্ষে রায় প্রদান করেন। এদিকে বিবাদীদ্বয়ের ৮১/০৯ ও ১৩২/২০১০ দুটি মামলা খারিজ হয়ে গেলে ২০ জুলাই ২০১৯ মাদ্রাসার পক্ষে স্থানীয় গণ্যমান্য লোকজন বিবাদী সফিক ভূইয়া ও আফজল হোসেনের দখলি দোকান পাটের ভাড়াটিয়াদের পার্শবর্তী মার্কেটে চলে যাওয়ার ব্যবস্থা করেন। ব্যবসায়ীরা মালামালসহ নতুন মার্কেটে চলে যায়। পরে মাদ্রাসার পক্ষে সীমানা প্রাচীর নির্মাণ করলে ১২ ঘন্টার ব্যবধানে প্রতি প্রক্ষের লোকজন ঐ প্রাচীর ভেঙ্গে ফেলে এবং ২৪ জুলাই বিকেলে পুনরায় হামলা চালানোর অভিযোগ পাওয়া যায়। সফিক ও আফজল প্রাচীর ভাঙ্গার কথা অস্বীকার করলেও মাদ্রাসার সভাপতি দেলোয়ার হোসেন জানান, প্রতিপক্ষ আদালতের রায় না মেনে সন্ত্রাসী এনে সীমানা প্রাচীর ও মাদ্রাসা কক্ষে হামলা, জাতীয় পতাকা ছিড়ে ফেলা, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি তছনছের দাবী করেন তিনি। অপর দিকে ব্যবসায়ী শাহীন মিয়া, আবদুল মান্নান, রিপন, রফিক, আক্তার, মানিক, আক্তার ইলেকট্রিক, কুদ্দুস, মানিক মিয়া ও কাশেম জানায় তারা পূর্বের মার্কেটে ছিলেন। আদালত মাদ্রাসার পক্ষে রায় দিলে মালামাল সহ নিকটবর্তী দেলোয়ার হোসেনের নতুন মার্কেটে চলে এসেছেন। মাদ্রাসা প্রাঙ্গনে ককটেল ফাটিয়ে ত্রাস সৃষ্টি কক্ষ ও সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা এবং জাতীয় পতাকা বিনষ্টের অভিযোগে তিতাস থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। এসব ঘটনায় জনমনে ক্ষোভ-হতাশা ও শিক্ষক-শিক্ষার্থীরা চরম আতঙ্কে রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ