বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

উল্লাপাড়ায় নদীতে খেয়া নৌকা ডুবে আহত ৮ ॥ তিন গরু ব্যবসায়ীর ৭ লাখ টাকা খোয়া

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার দুপুরে উপজেলার বড়হর গ্রামের পাশে করতোয়া নদীতে একটি যাত্রীবাহী খেয়া নৌকা ডুবে গেলে ৮ জন আহত হন। এসময় ৩ জন গরু ব্যবসায়ীর প্রায় ৭ লাখ টাকা খোয়া যায়। নদীতে ডুবে যায় কয়েকটি মোটরসাইকেল। বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হক নান্নু ও স্থানীয় ব্যক্তিরা জানান, খেয়া নৌকাটি নদীর পূর্বপাড়ে পেঁচরপাড়া ডেফলবাড়ী থেকে ৪০/৫০ জন যাত্রী ও ৮টি গরু নিয়ে পশ্চিমপাড় বড়হর গরুর হাটে যাচ্ছিল। নদীতে ঢেউ থাকায় এবং নৌকাটি অতিরিক্ত বোঝাই হবার কারণে ডুবে যায়। আহত যাত্রীদের মধ্যে ৩ জন গরু ব্যবসায়ী। এরা হলেন, চট্টগ্রাম পাহাড়তলী এলাকার আব্দুর রহিম, আবু সাঈদ এবং সিরাজগঞ্জের কামারখন্দ বলতৈল গ্রামের বাবলু হোসেন। এদের তিনজনের প্রায় ৭ লাখ টাকা খোয়া গেছে বলে দাবি করছেন। অপর আহতদের মধ্যে রয়েছেন, উল্লাপাড়া ডেফলবাড়ী গ্রামের আব্দুল মজিদ একই গ্রামের নুরুল ইসলাম ও কোবাদ শেখ এদেরকে স্থানীয় ডক্টরস ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে বড়হরে নৌকা ডুবির খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না দ্রুত ঘটনাস্থলে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও উল্লাপাড়া মডেল থানা পুলিশের সদস্যগণ।

অনলাইন আপডেট

আর্কাইভ