শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে বাংলাদেশ ভারতের পয়েন্ট ভাগাভাগি

স্পোর্টস রিপোর্টার: অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে বুধবার ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। দুই দলই আগে নিশ্চিত করেছে ফাইনাল। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ফাইনালের এই মহড়ায় একটি করে পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ও ভারত। ফাইনালের আগে ভারত আরও একটি ম্যাচ খেলবে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। ৭ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। তবে বাংলাদেশ সবার উপরে  থেকে ১১ আগস্টের ফাইনাল খেলতে যাচ্ছে, ৮ ম্যাচে তাদের ১১ পয়েন্ট। ভারত শেষ ম্যাচ জিতলেও তাদের টপকাতে পারবে না।  বেকেনহামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে  নেমেছিল ভারত। টপ অর্ডার ব্যাটসম্যানদের স্বস্তিতে থাকতে দেননি বাংলাদেশি বোলাররা। ১০৮ রানে ৬ উইকেট হারায় তারা। সামীর রিজভির প্রতিরোধ গড়া ৪৪ রানের ইনিংসের পর অধিনায়ক শুভং  হেজের সঙ্গে দিব্যনাশ সাক্সেনার ৭৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। ভারতকে ৪৯.৩ ওভারে ২৪৪ রানে গুটিয়ে দিতে শরিফুল ইসলাম ও অভিষেক দাসের পেসের সঙ্গে শামীম হোসেনের স্পিন দারুণ ভূমিকা রাখে। তিনজনই ৩টি করে উইকেট নেন। ভারতের পক্ষে শুভং সর্বোচ্চ ৬৯ রান করেন। দিব্যনাশের ব্যাটে আসে ৩৭ রান। এছাড়া করণ লাল করেন ২৫ রান। জয়ের টার্গেটে খেলতে নেমে ৫ ওভারের মধ্যে মাত্র ১২ রানে দুটি উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। বিদ্যাধর পাতিলের কাছে আউট হন দুই ওপেনার তানজিদ হাসান ১ রান ও প্রান্তিক নওরোজ মঙ্গল ৫ রান। ষষ্ঠ ওভারের এক বল বাকি থাকতে নামে বৃষ্টি। এরপর ঘণ্টা খানেক অপেক্ষা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ারা।

অনলাইন আপডেট

আর্কাইভ