শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বাংলাদেশ-ভারত-পাকিস্তান তিন দেশের কোচের তালিকায় হেসন

মাইক হেসন কিংস ইলেভেন পাঞ্জাবের দায়িত্ব থেকে নিজ থেকে সরে গিয়েছেন গত বৃহস্পতিবার, ৮ আগস্ট।  এরপর থেকে হেসনকে নিয়ে আলোচনা বেড়ে গেছে। তবে হেসন শুধু বিসিবি নয়, বিসিসিআইয়ের কোচের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন। নিউজিল্যান্ডের ‘স্টাফ’ পত্রিকার শিরোনাম হয়েছেন মাইক হেসন। সেখানে বলা হয়েছে হেসনের চোখ ভারত আথবা পাকিস্তানের দিকে। পাঞ্জাবের চাকরি ছেড়েছেন, এর অর্থ নিশ্চয়ই কোন দেশে চাকরি নিয়ে নিশ্চিত নিউজিল্যান্ডের সাবেক কোচ। তবে হেসন নিজে এ ব্যাপারে কোন কথা বলতে রাজী হননি।

ভারতের সংক্ষিপ্ত তিনজনের একজন বর্তমান কোচ রবি শাস্ত্রী। বাকি দুইজন হেসন ও টম মুডি। ভারত কোচ হিসেবে হেসনকে নির্বাচিত না করলে পাকিস্তানেও আসার সম্ভাবনা রয়েছে। কারণ মিকি আর্থারকে এরইমধ্যে বরখাস্ত করেছে পিসিবি। নিউজিল্যান্ডের গণামাধ্যম ‘স্টাফ’এর দাবী ভারত কিংবা পাকিস্তান যেকোন একটি দলের প্রধান কোচ হতে পারেন হেসন।  

অপরদিকে, বিসিবি থেকে জানিয়েছে, দ্রুত হেসনের সাক্ষাৎকার হচ্ছে না। তবে তাকে পাওয়ার জন্য অনেক আগ্রহী বিসিবি। ছয় বছর কিউইদের কোচ ছিলেন মাইক হেসন। তাঁর অধীনে ২০১৫ বিশ্বকাপের ফাইনাল খেলে নিউজিল্যান্ড। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল কিংবা টেস্টে তিনে উঠা সব সাফল্য নিউজিল্যান্ড পেয়েছে তার সময়ে। এজন্য দেশের ক্রিকেটে অবদানের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয় হেসনকে। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ