বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বৃষ্টি বাধার পর লর্ডসে ফিরলো অ্যাশেজ

স্পোর্টস ডেস্ক : অ্যাশেজের দ্বিতীয় টেস্টটি প্রথমদিন লর্ডসে শুরু হতে পারেনি ভারী বৃষ্টিপাতের কারণে। এমন কি টসটাও গড়ায়নি মাঠে। বিকেলে প্রথম দিনের খেলা বাতিল ঘোষণা করেন রেফারি রঞ্জন মাদুগালে। তাই দ্বিতীয় দিনে বৃষ্টি না থাকায় মাঠে গড়ালো টেস্ট। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। এদিকে প্রথম টেস্টে হারার পর দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড।

মঈন আলীকে সড়িয়ে নেয়া হয়েছে জ্যাক লিচকে। দলে অভিষেক হয়েছে বিশ্বকাপজয়ী উদীয়মান ফার্স্ট বোলার আর্চারও।টস জিতে ফিল্ডিং বেছে নেয়ার কারণ হিসেবে টিম পেইন বলেন, ‘ম্যাচের দৈর্ঘ্য একদিন কমে গেলো। গত বুধবার উইকেট ছিল পুরোটাই কভারে ঢাকা। এ কারণেই প্রথমে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিলাম।’জো রুটও জানালেন, টস জিতলে তিনিও বোলিংই বেছে নিতেন হয়তো। তিনি বলেন, ‘এখন আমাদের জন্য প্রয়োজন হলো প্রথম ইনিংসে বড় স্কোর গড়ে তোলা।’ব্যাটিংয়ে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বাগতিকরা তুলেছে ৬ উইকেটে ১৫৫ রান। দুই উইকেট হারিয়ে বার্নস ও জো ড্যানলি ব্যাটিং করছেন। এর আগে রানের খাতা খোলার আগেই হ্যাজলউডের শিকার হয়ে সাজঘরে ফেরেন জেসন রয়। অধিনায় জো রুটু থিতু হওয়ার আগেই বিদায় নিয়েছেন হ্যাজলউডের শিকার হয়ে। যাওয়ার আগে দলে ১৪ রান যোগ করেন রুট। দুটি উইকেটই এসেছে হ্যাজলউডের বল থেকে।পাঁচ ম্যাচ সিরিজের অ্যাশেজের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের ব্যাক টু ব্যাক সেঞ্চুরির ম্যাচে ইংলিশদের ২৫১ রানে হারিয়ে ১-০ তে লিড নিয়েছে অজিরা।

অনলাইন আপডেট

আর্কাইভ