শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

২১ আগস্ট গ্রেনেড হামলা বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার আরেকটি অপচেষ্টা

২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে বঙ্গবন্ধু পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে চবি বঙ্গবন্ধু চত্বরে ২১ আগস্ট ২০১৯ সকাল ১০ টায় এক মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার।  প্রধান অতিথি তার ভাষণে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক আইভি রহমানসহ নিহত ২৪ নেতাকর্মীকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং হামলায় চিরতরে পঙ্গুত্ব বরণকারী আহতদের প্রতি সমবেদনা জানান।  তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম-বর্বরোচিত ন্যক্কারজনক অধ্যায়। এ হামলা বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার আরেকটি অপচেষ্টা। ’৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার পর বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার জন্য স্বাধীনতাবিরোধী কুচক্রীমহল বার বার নীলনকসা প্রনয়ণ করে চলেছে। মহান স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু, তার পরিবার এবং প্রগতিশীল নেতৃত্বকে ধ্বংস করার জন্য সন্ত্রাসী গোষ্ঠী যে হীন চক্রান্তে লিপ্ত হয়েছিল তাতে তারা সফল হতে পারেনি। তিনি বলেন, চক্রান্তকারীরা এখনও দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত; সুযোগ পেলেই তারা ছোবল মারবে। এ সমস্ত কুলাংগারদেরকে সমূলে ধ্বংস করতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। প্রফেসর ড. শিরীণ আখতার দেশের তরুণপ্রজন্মসহ সকলকে ঐক্যবদ্ধভাবে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ থেকে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশগড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। একইসাথে ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায়ে সাজাপ্রাপ্ত দেশে কারান্তরীণ ও বিদেশে পালিয়ে থাকা সকল আসামীদের দেশে ফিরিয়ে এনে এ ঘৃণ্য হত্যাকান্ডের বিচারের রায় দ্রুত কার্যকর করে জাতিকে কলংকমুক্ত করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান।  বঙ্গবন্ধু পরিষদ, চবি’র সভাপতি প্রফেসর ড. রাশেদ-উন-নবীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মো. মশিবুর রহমানের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, রেজিস্ট্রার, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ