মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

‘সেরা দল নিয়েই বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে বাংলাদেশ’

স্পোর্টস রিপোর্টার: আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কঠিন পরীক্ষা। বিশ্বকাপ বাছাইপর্ব পেরোনোর প্রথম বাধা আফগানিস্তান। এরপরের তিন প্রতিপক্ষ আরও কঠিন পরীক্ষা নেবে। তবে সবমিলিয়ে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের বাধা পার হওয়া কঠিন হলেও বেশ আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাফুফে’র সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, সেরা দল নিয়েই বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে গেছে বাংলাদেশ। তিনি বলেন, ‘বাংলাদেশ দলের আজকের যে টিমটা গঠন করা হয়েছে তারা সবাই নতুন। আমার মতে তারা খুব ভালো খেলছে। ফলাফলের দিক দিয়ে জাতীয় ফুটবল দলের ইতিহাসের শেষ ৫০ বছরের সেরা দল এটি। আমিও ১৩ বছর ফুটবল খেলেছি জাতীয় দলের হয়ে কিন্তু এই ধরনের সাফল্য আসেনি।’সাফল্যের ধারাবাহিতকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে আরও ভালো করবে বাংলাদেশ, এমনটাই মনে করেন বাফুফে সভাপতি, ‘আমি আশা করি বর্তমানে যারা জাতীয় দলে আছেন তারা ভালো করবে। ফুটবলটা এখন অন্য পর্যায়ে পৌঁছে গেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী চার-পাঁচ বছরের মধ্যে তারা বাংলাদেশের ফুটবলের জন্য খুই ভালো ফলাফল নিয়ে আসবে।’ তিনি বলেন, 'আমাদের বিশ্বকাপ বাছাইপর্বের খেলোয়াড়েরা একেবারে নতুন। তাদের অনেকেই বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট থেকে এসেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনের কারণে আজ গ্রাম থেকে বাছাই করে আনা সম্ভব হচ্ছে। আগামী চার-পাঁচ বছরে এসব খেলোয়াড়ের মাধ্যমে ভালো কিছু আসবে।' আগামী ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা। এই গ্রুপে বাংলাদেশের বাকি প্রতিপক্ষরা হলো কাতার, ওমান ও ভারত।

অনলাইন আপডেট

আর্কাইভ