শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নীলফামারীতে এতিমের খেজুর লুটপাট

নীলফামারী সংবাদদাতা : নীলফামারীজলায় সৌদি সরকারের দেয়া এতিমদের জন্য বরাদ্দকৃত ৬০০ কেজি খেজুর লুটপাটের অভিযোগ উঠেছে। বিধি অনুযায়ী জেলায় বরাদ্দকৃত ৬০০ কেজি খেজুর এতিমখানা লিল্লাহ বোডিং সহ এতিমদের মাঝে বিতরনের নিয়ম থাকলেও জেলার কোথাও কোন এতিমখানা বা লিল্লাহবোডিং এ তা বিতরন করা হয় নাই। এ নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের পরস্পরবিরোধী বক্তব্যকে ঘিরে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। জানা যায়, সৌদি সরকারের দেয়াখজুর প্রতিটি কার্টুনে ২০ কেজি হিসাবে ৩০ কার্টুন জেলায় বিতরনের জন্য সরকার ্ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়কে দায়িত্ব দেয়। দায়িত্বপ্রাপ্তির পরেই জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা এ বছরের ২৩ জুন জেলার ৬ টি উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের স্ব-স্ব খেজুর বুঝে নেয়ার জন্য চিঠি ইস্যু করেন। চিঠি প্রাপ্তির পরে জুলাই মাসের প্রথম সপ্তাহে খেজুর বিতরন করা হয়েছে বলে কাগজে কলমে জানা যায়। তবে জেলার একাধিক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খেজুর উত্তোলনের বিষয়টি অস্বীকার করে জানান,জলা কার্যালয় খেজুরের বিষযটি জানালেও আমরা খেজুর উত্তোলন করি নাই। প্রশ্ন উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগনের দাবী অনুযায়ী তারা খেজুর উত্তোলন করে নাই। অপরদিকে জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় হতে বরাদ্দকৃত খেজুর বিতরন দেখানো হচ্ছে। এলাকাবাসীর মতে তাহলে খেজুর গেল কোথায়। এ ব্যাপারেজলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা এ,কে হায়াত ২৩শ জুন খেজুর বিতরনের চিটি ইস্যুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, খেজুর নিয়ে পত্রিকায় রিপোর্ট করলে পত্রিকার ইজ্জত চলে যাবে বলে উপদেশ দেন।

অনলাইন আপডেট

আর্কাইভ