শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

হজ্ব ফ্লাইট শেষ হলেও ফিরেআসেনি প্রায় ১০ হাজার হাজি!

মিয়া হোসেন: চলতি বছরের হজ্ব কার্যক্রমের সমাপ্তি হলেও এখনো প্রায় ১০ হাজার হাজি দেশে ফিরে আসার তথ্য নেই সরকারের কাছে। ধারণা করা হচ্ছে, তাদের একটি অংশ শিডিউল ফ্লাইটে চলে এসেছে এবং আরেকটি অংশ কয়েকদিনের মধ্যে আসতে পারে। গত রোববার হজ্ব ফ্লাইটের সমাপ্তি হয়েছে। রোববার পর্যন্ত সিভিল এভিয়েশন থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৫২ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি সৌদি আরব গমন করেছেন। সর্বশেষ ফ্লাইট পর্যন্ত দেশে ফিরে এসেছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৫ জন। আর হজে গিয়ে ইন্তিকাল করেছেন ১১৭জন। এ হিসেবে এখনো ১০ হাজার ৩৪০ জন হাজি দেশে ফিরেনি অথবা ফিরলেও তাদের তথ্য পায়নি সরকার। তবে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আরো কিছু হাজি শিডিউল ফ্লাইটে এসেছেন এবং পরবর্তীতে আরো কিছু হাজি দেশে ফিরবেন। তবে তাদের সংখ্যা জানা যায়নি। সর্বশেষ কতজন হাজি দেশে আসছে না তার সঠিক পরিসংখ্যান পেতে আরো কিছু দিন সময় লাগবে বলে ধর্মমন্ত্রণালয় সূত্রে জানা গেছে।সূত্র মতে, চলতি বছর সরকারি ও বেসরকারি ৫৯৮টি হজ্ব এজেন্সির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের ৩৬৫টি ফ্লাইটে ১ লাখ ২৭ হাজার ১৫২ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি সৌদি আরব গমন করেন। গত ৪ জুলাই হজ্ব ফ্লাইট শুরু হয়ে ৫ আগস্ট শেষ হয় এবং ১০ আগস্ট পবিত্র হজ্ব পালিত হয়।হজ্ব শেষে ১৭ আগস্ট থেকে ফিরতি হজ্ব ফ্লাইট শুরু হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৬৯টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৮২টিসহ ৩৫১টি ফিরতি হজ্ব ফ্লাইটে হাজিরা দেশে ফিরেন। সর্বশেষ ফ্লাইট পর্যন্ত দেশে ফিরে এসেছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৫ জন। এ বছর বাংলাদেশি ১ লাখ ২৭ হাজার ১৫২ হজযাত্রী/হাজির মধ্যে ১১৭ জন সৌদি আরবে ইন্তেকাল করেছেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ১১২ জন সৌদি আবর গিয়েছিলেন। তাদের মধ্যে পুরুষ ১০০ ও মহিলা ১৭ জন। ১১৭ জনের মধ্যে মক্কায় ১০২ জন, মদিনায় ১৩ এবং জেদ্দায় ২ জন মারা যান।ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তাদের কাছে এখনো ১০ হাজার ৩৪০ জন হাজি দেশে  ফেরার তথ্য নেই। তারা বলছেন, আরো কিছু হাজি শিডিউল ফ্লাইটে এসেছেন এবং পরবর্তীতে আরো কিছু হাজি দেশে ফিরবেন। তবে তাদের সংখ্যা জানা যায়নি। সর্বশেষ কতজন হাজি দেশে আসছে না তার সঠিক পরিসংখ্যান পেতে আরো কিছু দিন সময় লাগবে বলে ধর্মমন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ