শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

লেভার কাপের শিরোপাও ‘ফেদেরার-নাদাল’দের হাতেই

গত দুবারের মত এবারের লেভার কাপের শিরোপাও গেল রজার ফেদেরার-রাফায়েল নাদালদের নিয়ে গড়া ‘টিম ইউরোপ’ এর কাছে। ফলে লেভার কাপ সৃষ্টির পর থেকে প্রত্যেকবার ‘টিম ওয়ার্ল্ড’ কে হারিয়ে শিরোপা জিতল ‘টিম ইউরোপ’। এনিয়ে টানা তৃতীয়বারের মতো লেভার কাপের শিরোপা গেছে টিম ইউরোপের কাছে। লেভার কাপের জন্মের পর ‘টিম ওয়ার্ল্ড’ একটা শিরোপাও জিততে পারেনি। গত বোববার আরেকটু হলে লেভার কাপের শিরোপা হাতছাড়া হয়ে যাচ্ছিল নাদাল-ফেদেরারদের। দ্বিতীয় দিন শেষে ৭-৫ স্কোরে এগিয়ে ছিল ‘টিম ইউরোপ’। তৃতীয় দিনে হাতের চোটের কারণে খেলতে পারেনি  রাফায়েল নাদাল। ফলে  ফেদেরারের জায়গায় আসেন গ্রিসের স্তেফানোস সিতসিপাস। ফেদেরার-সিতসিপাসের জুটিকে ৫-৭, ৬-৪, ১০-৮ সেটে হারিয়ে দেন ‘টিম ওয়ার্ল্ড’ এর জ্যাক সক ও জন ইসনার। টিম ওয়ার্ল্ড এগিয়ে যায় ৭-৮ ব্যবধানে। এরপর যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিতজের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে বসেন টিম ইউরোপের অস্ট্রিয়ান তারকা ডমিনিক থিয়েম। বিশ্ব দলও এগিয়ে যায় ১১-৭ পয়েন্টে।নাদাল না থাকার কারণে সব চাপ নিজের কাঁধে নিয়ে নিলেন ফেদেরার। একক প্রতিযোগিতায় জন ইসনারকে ৬-৪, ৭-৬ সেটে হারিয়ে ব্যবধান কমিয়ে আনলেন। স্কোর হলো ১১-১০। শেষ ম্যাচে জিততে হবে দুই দলকেই। জভেরেভ ৬-৪, ৩-৬, ১০-৪ সেটে রাওনিচকে হারিয়ে 'টিম ইউরোপ' কে এনে দিয়েছে তৃতীয় লেভার কাপের শিরোপা। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ