বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

ইমাম বুখারীর জীবন ও কর্ম নিয়ে তা’মীরুল মিল্লাত মাদরাসায় সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মুহাম্মাদ আবু ইউছুফ খান বলেছেন, হাদীস শাস্ত্রের ইমামুল আইম্মা হলেন ইমাম বুখারী রহ.। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মহাকালব্যাপী মানুষের কাছে পৌঁছে দেয়ার ক্ষেত্রে ইমাম বুখারী রহ. যে অবদান রেখে গেছেন সে সম্পর্কে শিক্ষার্থীদের সুস্পষ্ট ধারণা থাকা দরকার। সে ধারাবাহিকতায় ইমাম বুখারী রহ. এর জীবনী ও সুবিশাল কর্মযজ্ঞ নিয়ে গবেষণাধর্মী এ সেমিনার নিঃসন্দেহে অনেক তাৎপর্য বহন করে। এ ধরণের আয়োজন যাতে ভবিষ্যতে আরো অভিনবত্ব ও সার্বজনীনতা পায় সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

মাস্টার্স শ্রেণীর শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতা বৃদ্ধির কার্যক্রম হিসেবে গত মঙ্গলবার মাদরাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ইমাম বুখারী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাদরাসার অনার্স -মাস্টার্সের বিভাগীয় প্রধান ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সঞ্চালনায় এ সেমিনারে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদরাসার আল হাদীস এ- ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল করিম। বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাওলানা আ ন ম হেলাল উদ্দিন, মুফাসসির মাওলানা আবুল কাসেম গাজী, মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফফার আল মাক্কী, মাওলানা মুহাম্মাদ কামরুজ্জামান আল আজহারি প্রমুখ। উপস্থাপিত প্রবন্ধের উপর উন্মুক্ত আলোচনা করেন মাস্টার্স শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথি অধ্যক্ষ ড. মুহাম্মাদ আবু ইউছুফ খান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের এ আয়োজনকে স্বাগত জানিয়ে ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ