শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মা ইলিশ সংরক্ষণে চকরিয়া মৎস্য অফিসের মতবিনিময়

চকরিয়া সংবাদদাতা: মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৯ বাস্তবায়নের লক্ষ্যে চকরিয়া উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে ব্যানার টানিয়ে বিভিন্ন স্থানে প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার এসব কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আমিনুল ইসলাম। তিনি সভাসমূহে জনসচেতনতামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সূত্রে জানা গেছে, আগামী ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাইশদিন চকরিয়া উপজেলায় উপজেলা পরিষদ ও চিরিংগা বাজারে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণকে কেন্দ্র করে দুইটি পৃথক ব্যানার টানানো হয় এবং উল্লেখিত এলাকায় পৃথক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা মৎস্য কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং মৎস্য সংশ্লিষ্ট বিশিষ্টজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ