বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

পিরোজপুরে ২ দিন বাস চলাচল বন্ধ হাজার হাজার যাত্রী ভোগান্তিতে

পিরোজপুর সংবাদদাতা : পিরোজপুরে নিজাম উদ্দিন মোল্লা নামের এক বাস মালিককে কুপিয়ে জখম করার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে পিরোজপুর থেকে দূর পাল্লাসহ আভ্যন্তরীণ সব রুটে দ্বিতীয় দিনের মত বন্ধ রয়েছে সব ধরণের বাস চলাচল। এতে করে বেকার হয় বাস শ্রমিকরা। পাশাপাশি মারাত্মক ভোগান্তিতে পড়েছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল সহ আভ্যান্তরীন রুটে চলাচলকারী যাত্রীরা। তবে বিআরটিসি’র বাস চলচল করলেও, তাদেরকে পার্শবর্তী বাগেরহাটের মহিশপুরা এলাকায় হয়রাণি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বাস মালিকদের দাবি যতক্ষণ পর্যন্ত নিজামের উপর হামলাকারীদের গ্রেফতার করা না হবে, ততক্ষণে পিরোজপুর থেকে কোন বাস চলাচল করতে দেয়া হবে না। তবে এ ঘটনার দুইদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত থানায় কোন মামলা করেনি বাস মালিক সমিতি। রোববার রাতে পিরোজপুর বাস টার্মিনাল থেকে বাসায় ফেরার পথে সার্জিকেয়ার ক্লিনিকের সামনে বাস মালিক নিজামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এরপর তাকে স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য ২ অক্টোবর পিরোজপুর বাস মালিক সমিতির আওতাধীন অধিকাংশ মালিকদের অনাস্থার মাধ্যমে সংগঠনটির কমিটি ভেঙে দিয়ে ৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ ঘটনায় সংগঠনের সাবেক সভাপতি মশিউর রহমান মহারাজ এবং আহ্বায়ক কমিটির সদস্যরা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে। এ ব্যাপারে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুল হালদার জানিয়েছেন সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

অনলাইন আপডেট

আর্কাইভ