শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

ব্র্যাডম্যানকেও পেছনে ফেললেন রোহিত

স্পোর্টস ডেস্ক : টেস্টে ওপেনার হিসেবে ব্যাটিংয়ের পর রেকর্ড বইটাকে নতুন করে লিখছেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে সিরিজে সর্বাধিক ছক্কার রেকর্ড তো গড়েছেনই। এবার ঘরের মাঠে টেস্ট ব্যাটসম্যানদের মাঝে সেরা ব্যাটিং গড়ের অনন্য কীর্তিও গড়েছেন ভারতীয় এই ব্যাটসম্যান। পেছনে ফেলেছেন কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানকে। প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২১২ রানের ইনিংস খেলার পর ঘরের মাঠে ১৮ ইনিংসে ১ হাজার ২৯৮ রান করেছেন রোহিত। তাতে ছিল ৬টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরি। শেষ ৯ টেস্টে তার স্কোর ছিল ৮২*, ৫১*, ১০২*, ৬৫, ৫০*, ১৭৬, ১২৭, ১৪ ও ২১২। টেস্টে ঘরের মাঠে ১০ ইনিংসে যে কোনো ব্যাটসম্যানদের মাঝে সেরা গড় এখন রোহিতের- ৯৯.৮৪। 

অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্র্যাডম্যানের গড় ৯৮.২২! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ওপেনার হিসেবে খেলতে দেখা গেলো রোহিতকে। এর আগে তিনি খেলতেন মিডল অর্ডারে। নতুন পজিশনে খেলতে নেমে ছন্দে রয়েছেন তিনি। ছন্দে থেকে সিরিজে চার বা কম ইনিংস খেলে সবচেয়ে বেশি রান গড়ার রেকর্ডটিও এখন তার দখলে। সংগ্রহ করেছেন ৫২৯ রান। তার আগে সবচেয়ে বেশি রান সংগ্রহটা ছিল শেবাগের। ২০০৯-১০ সালে ৪৯১ রান করেছিলেন। তিন ম্যাচের সিরিজে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রহের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন এই ওপেনার।

অনলাইন আপডেট

আর্কাইভ