বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ভারত-বাংলাদেশ ম্যাচে সন্ত্রাসী হামলার হুমকি!

ভারত সফরের ঠিক আগেই বাংলাদেশ ক্রিকেট দলে বইছে ঝড়। ক্রিকেটারদের আন্দোলনের পর এবার সাকিব আল হাসান ইস্যুতে সরব ক্রিকেটপাড়া। গুঞ্জন উঠেছে, দুই বছর আগে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে প্রত্যাখ্যান করলেও আইসিসিকে জানাননি। ফলে ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব ।এমন সংবাদের মাঝে নতুন আরেক শঙ্কা তৈরি হলো। বাংলাদেশের ভারত সফরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আগামী ৩ অক্টোবর দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে সন্ত্রাসী হামলার হুমকি রয়েছে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। সংস্থাটি বেনামে আসা একটি চিঠি পায়, যেখানে বলা হয় ভারতীয় দল, বিশেষ করে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির ওপর হামলা হতে পারে।এমন ঘটনার পর দিল্লি পুলিশকে নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।দিল্লি পুলিশের বরাতে আরও জানা যায়, চিঠিতে ভারতীয় দল ছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ আরও অনেক নেতার নাম রয়েছে।কেরালাভিত্তিক সংগঠন ‘অল ইন্ডিয়া লস্কর’ এই চিঠি দিয়েছে। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ