মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

কেশবপুরে জাতীয় রক্তদান দিবস পালিত

কেশবপুর (যশোর) সংবাদদাতা: “আপনার রক্তদানে বাঁচতে পারে একটি মানুষের জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন কপোতাক্ষ ব্লাড ব্যাংকের আয়োজনে যশোরের কেশবপুরে জাতীয় রক্তদান দিবস উপলক্ষে জনসচেতনামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানূর রহমান র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কপোতাক্ষ ব্লাড ব্যাংকের সভাপতি ও কপোতাক্ষ নিউজের বার্তা সম্পাদক কামরুজ্জামান রাজুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কপোতাক্ষ ব্লাড ব্যাংকের পরিচালক ও কপোতাক্ষ নিউজের প্রকাশক ও সম্পাদক মাহাবুবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি ও কেশবপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জ্জামান খান, কপোতাক্ষ ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা, কেশবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গৌতম রায়, কপোতাক্ষ ব্ল¬াড ব্যাংকের সহকারি পরিচালক হাবিবুর রহমান খান মুকুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম কবির হোসেন, ক্রিস্টাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান এ এস এম আল ফাত্তাহ। রক্তদানের উপর জনসচেতনতামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন যশোর আর্মি মেডিকেলের প্রভাষক ডা: আসাদুজ্জামান খান। স্বাগত বক্তব্য রাখেন কপোতাক্ষ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহির রায়হান। 
উল্লেখ্য, সারা দেশব্যাপী স্বেচ্ছায় রক্তদাতাদেরকে উৎসাহিত করতে এবং স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও বেগবান করার জন্য ১৯৭৮ সাল থেকে প্রতিবছর ২রা নভেম্বর এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় কপোতাক্ষ ব্লাড ব্যাংক প্রথমবারের মতো এ আয়োজন করে।

অনলাইন আপডেট

আর্কাইভ