শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ “ফল সেমিস্টার-২০১৯”-এর নবীনবরণ উদ্যাপিত

গত ১৬ নবেম্বর হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ৫টি অনুষদের ৯টি বিভাগের “ফল সেমিস্টার ২০১৯” এর নবীনবরণ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হামদর্দ নগর, গজারিয়া, মুন্সিগঞ্জ-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক এবং হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশে’র ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ও হামদর্দ ফাউন্ডেশন-এর পরিচালক লেঃ কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব.), উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল খায়ের, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদিরুল ইসলাম, সাইন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড  টেকনোলজি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. মো: রবিউল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ নুরুল হুদাসহ সকল বিভাগীয় প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথি ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভুঁইয়া বলেন, কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে আলোকিত সাদামনের মানুষ তৈরি করার জন্য। 

তিনি নতুন শিক্ষার্থীদের হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এ স্বাগত জানান এবং নতুন শিক্ষার্থীদের ভালোভাবে শিক্ষা অর্জন করে আলোকিত সাদামনের মানুষ হয়ে মানবতামূলক কাজের মাধ্যমে সমাজ, দেশ ও জাতিকে সামনে এগিয়ে নেবার আহবান জানান। পরিশেষে তিনি বলেন আমরা যদি আমাদের নিজ নিজ কাজগুলো যথাযথভাবে পালন করতে পারি তাহলে অব্যশই সকল কাজে সাফল্য অর্জন করা সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ