বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদার মুক্তি অনিবার্য -আলাল

স্টাফ রিপোর্টার: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি অনিবার্য। স্বৈরাচারী সরকারের পতন ও দেশনেত্রীর মুক্তির জন্য আন্দোলনের বিকল্প নেই।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র পুনরুদ্ধার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জাগপার ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার আবিদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি আ.শ.ম. মেজবাহ উদ্দিন, রাকিব উদ্দিন চৌধুরী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হুমায়ুন কবির, আন্তর্জাতিক সম্পাদক শাহাদত হোসেন, সদস্য হোসেন মুবারক, আবু সুফিয়ান, সাইফুল আলম প্রমুখ।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র হরণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ অন্যায়ভাবে জাতির ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। বর্তমান আওয়ামী লীগে কোনো সৎ ও ভদ্রলোকের স্থান নেই। ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকীসহ অনেক দেশপ্রেমিক ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। আওয়ামী লীগে কোনো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নেই, যা বিএনপিতে রয়েছে।
প্রধান বক্তার বক্তব্যে জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান বলেন, খালেদা জিয়াকে একটি ফরমায়েশি মামলায় অন্যায়ভাবে জেলে আটকে রাখা হয়েছে। তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।

অনলাইন আপডেট

আর্কাইভ