শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ফেডারেশন কাপ ফুটবলের ড্র শুক্রবার

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে ফেডারেশন কাপের মধ্য দিয়ে মৌসুম শুরু হতে যাচ্ছে। অর মাত্র এক সপ্তাহ পরই মাঠে গড়াবে ঘরোয়া ফুটবল। আগামী ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফুটবলের সূচনা হবে ফুটবল মৌসুমের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩ ক্লাব নিয়ে হবে মৌসুমসূচক এই টুর্নামেন্ট।ফেডারেশন কাপ ফুটবলের সব ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ১৩ ক্লাব চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপপর্ব শেষ ৮ দল উঠবে কোয়ার্টার ফাইনালে। তারপর সেমিফাইনাল ও ফাইনাল।

আগামীকাল শুক্রবার আরামবাগস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের সভা কক্ষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ড্র অনুষ্ঠিত হবে। লটারির মাধ্যমে দলগুলোকে চার গ্রুপে ভাগ করা হবে। ১৮ ডিসেম্বর ফেডারেশন কাপ শুরু হয়ে চলবে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। ৫ জানুয়ারি ফাইনালের দিন ধরেই সূচি তৈরি করছে বাফুফে। ফেডারেশন কাপ শেষ হওয়ার সপ্তাহ দেড়েক পরই শুরু হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ। ১৫ থেকে ২৫ জানুয়ারি হওয়ার কথা জাতির পিতার নামের এই টুর্নামেন্ট। বঙ্গবন্ধু গোল্ডকাপ শেষ হওয়ার পর জানুয়ারির শেষভাগে মাঠে গড়াতে পারে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ।

ফেডারেশন কাপে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে-বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, সাইফ স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, আরামবাগ ক্রীড়া সংঘ, চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, পুলিশ ফুটবল ক্লাব ও উত্তর বারিধারা ক্লাব।

অনলাইন আপডেট

আর্কাইভ