ঢাকা, শুক্রবার 19 April 2024, ০৬ বৈশাখ ১৪৩০, ৯ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

ইসরায়েল-দুবাইয়ে হামলার হুমকি ইরানের

সংগ্রাম অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের সবচেয়ে ক্ষমতাধর জেনারেল কাশেম সোলাইমানি কুদস বাহিনীর প্রধান হিসেবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের কৌশলগত অপারেশনের নেতৃত্ব দিতেন। শুক্রবার তাকে হত্যা করায় আমেরিকার বিরুদ্ধে 'বড় ধরনের প্রতিশোধ' নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।

তারই সূত্র ধরে ইরাকে যুক্তরাষ্ট্রের এরবিল ও আল-আসাদ বিমান ঘাঁটিতে ভয়াবহ মিসাইল হামলা করেছে ইরান। এরপরই এবার ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতে হামলার হুমকি দিল ইরান। তেহরান বলছে, যুক্তরাষ্ট্র যদি এই ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেয় তাহলে দুবাই এবং ইসরায়েলেও হামলা চালাবে ইরান।

মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুটি মার্কিন ঘাঁটিতে অন্তত এক ডজন মিসাইল হামলা চালায় ইরান। বুধবার ভোরে ইরানের ভূমি থেকে ইসলামী রেভল্যুশনারি গার্ড মিসাইলগুলো ছুড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, জেনারেল কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে মার্কিন দুটি সামরিক ঘাঁটিতে এই মিসাইল হামলা চালানো হয়েছে। 

যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে ওই অঞ্চলে মার্কিন মিত্ররা আক্রান্ত হবে বলে হুমকি দিয়েছে আইআরজিসি।

 

অনলাইন আপডেট

আর্কাইভ