বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

রোনালদোর গোলে শীর্ষে ফিরল জুভেন্টাস

ইতালিয়ান সিরি’আ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিয়ে ইন্টার মিলান ও জুভেন্টাসের মধ্যে লড়াই হয়েছে বেশ। এক ম্যাচ জিতে জুভেন্টাস শীর্ষে ওঠে তো পরের ম্যাচেই আবার শীর্ষে ফেরে ইন্টার।

এবার অবশ্য সেই লুকোচুরি খেলা বন্ধ করেছে জুভেন্টাস। রোববার রাতে শক্তিশালী এএস রোমার বিপক্ষে ২-১ গোলে জিতে ২ পয়েন্টে এগিয়ে গেল সাদা-কালো শিবির। জুভেন্টাসের এমন জয়ে গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যা চলতি মৌসুমে সিরি’আ লিগে তার ১৪তম গোল। আর সবশেষ ছয় ম্যাচে নবম গোল। রোমার মাঠ অলিম্পিকোতে ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। এ সময় মেরিহ দেমিরাল সেট পিস থেকে গোল করে এগিয়ে নেন তার দলকে। ১০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এ সময় পাওলো দিবালাকে ডি বক্সের মধ্যে ফাউল করেন রোমার জর্ডান ভেরেটট। রেফারি পেনাল্টির বাঁশি বাজান ও তাকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি থেকে গোল করেন সিআরসেভেন। বিরতির পর ফিরে এসে ৬৮ মিনিটে একটি গোল শোধ দেয় রোমা। এ সময় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় পেনাল্টি পায় রোমা। পেনাল্টি থেকে গোল করেন দিয়েগো পেরোত্তি। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে জুভেন্টাসের ২-১ গোলের জয়ও রোখা যায়নি। ১৯ ম্যাচ থেকে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। সমান ম্যাচ থেকে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান। ৩৫ পয়েন্ট নিয়ে রোমা অবস্থান করছে পঞ্চম স্থানে। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ