মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪
Online Edition

নাঙ্গলকোট সংবাদ

নাঙ্গলকোট সংবাদদাতা: কুমিল্লার নাঙ্গলকোটে আইডিয়াল ফ্রেন্ডন্স সোসাইটি (আইএফএস) বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ গত সোমবার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আই এফ এস পরিচালক এস এম আমিনুল হক মাওলার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ডা: এ কে এম কামারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, আই এফ এস পরিচালক বশিরুজ্জামান খাঁন, নাঙ্গলকোট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, কবি আফজাল হোসাইন মিয়াজী প্রমুখ। অনুষ্ঠানে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর শতাধিক শিক্ষার্থীকে বৃত্তির টাকা ও পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ৩ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ গ্রহণ করেন।

মতবিনিময় সভা: কুমিল্লার নাঙ্গলকোট দুর্বার তরুণ সংঘ ও কমিউনিটি পুলিশিং আয়োজনে মাদক বিরোধী মতবিনিময় সভা গত সোমবার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য ডা: এ কে এম কামারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (প্রভিশনাল) তারিকুল ইসলাম মাসুদ, নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নাঙ্গলকোট পৌর কাউন্সিলর সাদেক হোসেন।

 

কম্বল বিতরণ: নাঙ্গলকোট মডেল মহিলা কল্যাণ সমিতির আয়োজনে গত সোমবার নাঙ্গলকোট মডেল মহিলা কলেজে ২ শতাধিক শীতার্ত নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মহিলা কল্যাণ সমিতির সভাপতি মিসেস শাহানারা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল। বিশেষ অতিথি ছিলেন মডেল মহিলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ, উপজেলা আ’লীগ দপ্তর সম্পাদক শাহ খোরশেদ আলম মজুমদার, যুব ও ক্রিয়া সম্পাদক অহিদুর রহমান মজুমদার, জাতীয় শ্রমিকলীগ সিনিয়র সহসভাপতি আলী নোয়াব, যুবলীগ নেতা শহিদুল ইসলাম বেচু প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ