ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

স্পেনে রাসায়নিক প্লান্টে বিস্ফোরণ

সংগ্রাম অনলাইন ডেস্ক: স্পেনের স্বায়ত্ব শাসিত কাতালোনিয়ায় একটি রাসায়নিক প্লান্টে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছেন।এছাড়া একজন নিখোঁজ হয়েছে।খবর বিবিসি’র।

মঙ্গলবার কাতালোনিয়ার দক্ষিণ তারাগোনা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের ঘটনার পর বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার আশংকায় অধিবাসীদেরকে নিজেদের ঘরের মধ্যে অবস্থান করতে বলা হলেও পরে আশ্বস্ত করা হয় যে, বিষাক্ত গ্যাস নির্গতের কোন আশংকা নেই।

রাসায়নিক বিস্ফোরণের কারণে কাছাকাছি একটি ভবন ধসে পড়ে। সেখান থেকেই নিহত একজনকে উদ্ধার করা হয়েছে। কমপক্ষে দু'জন মারাত্মক দগ্ধ হয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে।

ডিএস/এএইচ

অনলাইন আপডেট

আর্কাইভ