বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

নারী ফুটবল লিগ সীত দল নিয়ে!

স্পোর্টস রিপোর্টার: আগে ছয় দল নিয়েই নারী ফুটবল লিগ হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র এই লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। তবে দু’টি দল কমলেও বেড়েছে তিন দল। এগুলো হলো- কাঁচারিপাড়া একাদশ, কুমিল্লা ইউনাইটেড ও স্বপ্নচূড়া অ্যান্ড আখিলপুর ফুটবল অ্যাকাডেমি। গতকাল সোমবার বাফুফের মহিলা ফুটবল কমিটি সভায় নতুন এই তিনটি দলকে লিগে অন্তর্ভুক্ত করা হয়। লিগে অংশ নিতে যাওয়া বাকি দলগুলো হলো- বুসন্ধরা কিংস, এসি উত্তরবঙ্গ, বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব ও নাসরিন স্পোর্টিং ক্লাব।

ছয় বছর পর নারী লিগ ফুটবল লিগ মাঠে গড়াতে উদ্যোগী হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সে মোতাবেক বসুন্ধরা কিংস, শেখ রাসেল ও শেখ জামালের মতো দলগুলোও আগ্রহ দেখায়। কিন্তু ১২ জানুয়ারি দলবদল শুরু হলে পিছিয়ে যেতে থাকে শেখ রাসেল ও শেখ জামাল। শেষ পর্যন্ত কাল জানা গেল, এ দু’টি দল খেলছে না এবারের লিগে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের কম্পিটিশন কমিটির ম্যানেজার জাবের বিন তাহের আনসারী। জানা গেছে, দেশের সেরা নারী ফুটবলারদের নিজেদের তাবুতে টেনে সেরা দল গড়েছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ২৬ জানুয়ারি শেষ হবে দলবদল। ১ ফেব্রুয়ারি থেকে নারী ফুটবল লিগের খেলা মাঠে গড়ানোর কথা রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ