ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

করোনাভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৩২

সংগ্রাম অনলাইন ডেস্ক: চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। এছাড়া ছয় হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

দেশটির স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার জানিয়েছে, প্রায় ছয় হাজার মানুষের শরীরে এই ভাইরাস সংক্রমিত হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।

বুধবার চীনে থাকা অন্যান্য দেশের লোকজনকে নিজ দেশে ফেরত নেয়া শুরু করেছে।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে প্রাণঘাতি এই নতুন ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়।

চীনের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২৬ জন মারা গেছে, যার মধ্যে ২৫ জনই হলো এ ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের রাজধানী উহানে বসবাসকারী।

আগের দিনের তুলনায় এ ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৭৪ জনে। এদিকে চীনের মূল ভূখণ্ডের বাইরেও করোনাভাইরাস সংক্রমণের কয়েক ডজন লোক আক্রান্ত হয়েছে।

কিন্তু সেখানে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীরা বলছেন– পত্রপত্রিকায় যা আসছে তার চেয়ে প্রকৃত চিত্র অনেক ভয়াবহ । মৃতের সংখ্যাও বহুগুণ। আন্তর্জাতিক গণমাধ্যমে দেশটির সরকার করোনাভাইরাসের সঠিক তথ্য দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

ডিএস/এএইচ

অনলাইন আপডেট

আর্কাইভ