শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নেত্রকোণার কেন্দুয়ায় দশ গ্রামের জন্য গড়ে উঠেছে আলহাজ্ব আজিম উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

নেত্রকোণা সংবাদদাতা: নেত্রকোণা জেলার  কিশোরগঞ্জ ও ময়মনসিংহ সীমান্ত এলাকায় কেন্দুয়া উপজেলার দশটি গ্রামের ছাত্র ছাত্রীদের শিক্ষার আলো পৌঁছে দেয়ার জন্য মুহা. আতাউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে আলহাজ্ব আজিম উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় । কেন্দুয়া সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে পাইকুড়া ইউনিয়নের পেমই গ্রামে এ বিদ্যালয়ের অবস্থান । চলতি বছর  জানুয়ারী থেকে দুই শতাধিক ছাত্র ছাত্রী নিয়ে প্রতিষ্ঠান টির যাত্রা শুরু। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুহা. আতাউর রহমান জানান এলাকাবাসীর দাবীতে ৭৫ শতক জায়গায় এই স্কুল টি প্রতিষ্ঠা করেছি।

অনলাইন আপডেট

আর্কাইভ