শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পাকিস্তান সফরে এমসিসির সূচি চূড়ান্ত, খেলবেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক: গত বছরের ডিসেম্বর মাসেই মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) পাকিস্তান সফরের ঘোষণা দিয়েছিল। আন্তর্জাতিক দলগুলোকে পাকিস্তানে খেলতে উদ্বুদ্ধ করতেই এ সফরের উদ্যোগ নেয় তারা। এরই পরিপ্রেক্ষিতে গত মাসের শেষ দিকে এমসিসি ক্লাবের প্রেসিডেন্ট ১২ জনের দল ঘোষণা করেন। এই দলের নেতৃত্বে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। এদিকে জানুয়ারিতে দল ঘোষণা করা হলেও মঙ্গলবার চূড়ান্ত করা হয়েছে পাকিস্তান সফরের সূচি। আগামী ১৪ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানে এক ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে এমসিসি। এ সফরের সবগুলো ম্যাচই হবে দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে। এই সফরের মাধ্যমে প্রায় এক যুগ পরে আবারো লাহোরেই খেলতে নামবেন সাঙ্গাকারা। এমসিসি স্কোয়াডের অধিনায়কত্ব করবেন তিনি। গত ৪৮ বছরের মধ্যে এবারই প্রথম পাকিস্তানে খেলবে এমসিসি। সফরের প্রথম ম্যাচ ১৪ ফেব্রুয়ারি আর শেষটা হবে একই মাসের ১৯ তারিখ। এক সপ্তাহর সফর তারা শুরু করবে গাদ্দাফি স্টেডিয়ামে লাহোর কালান্দার্সের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। চার ম্যাচের অন্য তিনটি হবে লাহোরের এইচিসন কলেজে। টি-টোয়েন্টি হবে ৩টি, আরেকটি ওয়ানডে।

পাকিস্তান সফরের এমসিসি স্কোয়াড : কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), রবি বোপারা, মাইকেল বারগেস, অলিভার হ্যানন ড্যালবি, মাইকেল লিস্ক, অ্যারন লিলি, ইমরান কাইয়ুম, উইল রোডস, সাফিয়ান শরীফ, রোয়েলফ ফন ডার মারউই এবং রস হোয়াইটলি। কোচ: আজমল শাহজাদ।

অনলাইন আপডেট

আর্কাইভ