বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

সরকার পরিকল্পিতভাবে বেগম জিয়াকে চরম পরিণতির দিকে ঠেলে দিচ্ছে

খুলনা অফিস : বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৩ টায় নগরীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। কারাগারে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া মৃত্যু পথযাত্রী। যথাযথ চিকিৎসা না হওয়ায় তার শারীরিক অবস্থার দিন দিন চরম অবনতি ঘটছে। সরকার পরিকল্পিতভাবে গণতন্ত্রের সংগ্রামের আপোষহীন নেত্রী বেগম জিয়াকে চরম পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। এর প্রতিবাদে কেন্দ্রীয়ভাবে ১৫ ফেব্রুয়ারী দেশব্যাপি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি সফল করতে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় মহানগর ও জেলা বিএনপির যৌথ সভা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এডভোকেট এস এম শফিকুল আলম মনা, মোহাম্মদ মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, আমীর এজাজ খান, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, রেহানা আক্তার, স ম আব্দুর রহমান, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম প্রমুখ। 

সভা থেকে যুব বিশ্বকাপে বিজয়ী বাংলাদেশ যুব ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়। সভা থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য এবং গ্যাস, বিদ্যুৎ, ওয়াসার পানির মূল্যবৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা থেকে মহানগরী জুড়ে মশার উপদ্রব বৃদ্ধিতে জনজীবনে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় নিন্দা জানিয়ে অবিলম্বে মশা দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহবান জানানো হয়। সভা থেকে নগরী জুড়ে উন্নয়ন কর্মকান্ডের নামে অব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ সড়ক অপরিকল্পিতভাবে কেটে রেখে জনদুর্ভোগ সৃষ্টি, মাসের পর মাস একই পরিস্থিতি বিরাজমান রাখায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে পরিস্থিতির পরিবর্তনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ