শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র ও তালেবান হামলায় ৫ সৈন্যসহ নিহত ১৪

পেশোয়ার/মিরানশাহ থেকে এএফপি : পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান হামলায় ৫ সৈন্যের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন আরো এক সৈন্য। অন্যদিকে, উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী এলাকায় সন্দেহভাজন মার্কিন বিমান হামলায় ৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গোয়েন্দা কর্মকর্তারা এ কথা জানান। কর্মকর্তারা জানান, গত শুক্রবার ভোরে সারারোঘা গ্রামে এক সেনা চৌকিতে তালেবান সদস্যরা এলোপাতাড়ি গুলী ছুড়তে থাকে। এতে ৫ সেনা নিহত হন। নিখোঁজ হন এক সেনা। এছাড়া গত শুক্রবার সকালে আফগানিস্তানে ন্যাটো সেনাদের রসদ সরবরাহ করে ফিরে আসার সময় খাইবার অঞ্চলে বন্দুকধারীরা একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে। হত্যা করেছে ট্রাকচালক ও সহকারীকে। এ অঞ্চলে পাকিস্তানি সৈন্যরা গত বছর তালেবান বিরোধী ব্যাপক অভিযান চালায়। তখন সৈন্যরা ওই অঞ্চলকে তালেবানমুক্ত ঘোষণা করেন। কিন্তু সৈন্যদের উপর নিয়মিতই হামলা হচ্ছে। অন্যদিকে উত্তর ওয়াজিরিস্তানে গত শুক্রবার ভোরে মীর আলী এলাকার আজিজ খেল গ্রামের একটি বাড়িতে সন্দেহভাজন মার্কিন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। এতে ৬ বেসামরিক নাগরিক নিহত হন। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ওই বাড়িতে আফগান ও স্থানীয় তালেবানরা মাঝে মধ্যে থাকতেন। একই সময় ওই এলাকার মিচায়েল খেল গ্রামে একটি গাড়িতে হামলায় ৩ জনের মৃত্যু হয়। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী এখনো এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে তারাই এ হামলা করেছে বলে কর্মকর্তারা বলছেন। কেননা, ওই অঞ্চলে এ ধরনের হামলা কেবল তারাই করে থাকে। এদিকে গত ৩ সেপ্টেম্বর থেকে পাকিস্তানে রেকর্ড সংখ্যক মার্কিন বিমান হামলায় দেড়শ'র বেশি লোক নিহত হওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ