শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

রাজস্থানে বরযাত্রীবাহী বাস নদীতে পড়ে ২৫ জন নিহত

২৬ ফেব্রুয়ারি, ইন্টারনেট : গতকাল বুধবার সকালে রাজ্যের বুন্দি জেলার কোটা-দাউসা মহাসড়কে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওপর থেকে নদীতে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৩ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

লেখারী থানার উপ-পরিদর্শক রাজেন্দ্র কুমার জানান, ২৮ জন বরযাত্রীকে নিয়ে কোটা থেকে সাওয়াই মাদপুর যাচ্ছিল বাসটি। মেজ নদীর সেতুর পার করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায় বাসটি। সেতুটির দুই পাশে রেলিং বা দেয়াল না থাকায় বাসটি সোজাসুজি নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ, ১১ জন নারী ও তিন শিশু রয়েছে।

 এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেছেন, মেজ নদীতে বরযাত্রীবোঝাই বাস পড়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় যারা নিজেদের প্রিয়জনকে হারালেন, আমরা তাদের পাশে আছি।

অনলাইন আপডেট

আর্কাইভ