শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ভারতের বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে এর পরিণাম কারো জন্যই সুখকর হবে না

রাজশাহী: ভারতে হত্যাযজ্ঞের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ মিছিল -সংগ্রাম

রাজশাহী অফিস: ভারতের মুসলমানদের নির্মম হত্যাকাণ্ড ও মসজিদ জ্বালিয়ে দেয়ার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখা।
গতকাল সোমবার দুপুরে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হয়। এতে নেতৃবৃন্দ বলেন, ভারতে নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলমান শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে উগ্র হিন্দুত্ববাদীরা চরম সহিংসতা করে মুসলিমদের বাড়ি-ঘর, দোকান পাট, মসজিদে হামলা এবং মুসলিমদের হত্যা করছে। তারা বলেন, ভারত স্বাধীন হয়েছিল মুসলমানদের রক্তের বিনিময়ে। ৯২ হাজার শহীদের মধ্যে ৬৫ হাজার মুসলমান জীবন দিয়ে ভারতকে স্বাধীন করেছিল। অথচ আজ দিল্লিতে সেই মুসলমানদের ওপর নির্যাতন চলছে, পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। সেখানে কোনও নিরাপত্তা নেই। আগুন দিয়ে মসজিদ ও ঘরবাড়ি পোড়ানো হচ্ছে। এই স্বাধীনতার শহীদদের রক্তের সাথে বেঈমানি করলে, মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেললে ভারত ভেঙে খান খান হয়ে যাবে। অনতিবিলম্বে ভারতকে এই নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। অন্যথায় ১৫০ কোটি মুসলমান সারাবিশ্ব থেকে ভারতকে বিচ্ছিন্ন করে দিবে। নেতবৃন্দ আরো  বলেন, ভারতে মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছে। মা বোনদেরকে নির্যাতন করা হচ্ছে। মুসলিম হিসেবে আমরা তা মেনে নিতে পারি না। সরকারের পৃষ্ঠপোষকতায় ভারতের দিল্লিতে উগ্রপন্থী হিন্দুরা শুধুমাত্র মসজিদেই আগুন দেয়নি, এই আগুন দেয়ার মাধ্যমে তারা সারাবিশ্বের দেড়শ কোটি মুসলমানের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে শান্তিতে বসবাস করতে চাই। বক্তারা মুসলিম উম্মাহসহ জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানিয়ে বলেন, অবিলম্বে ভারতে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভারতে বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে এর পরিণাম কারো জন্যই সুখকর হবে না।

অনলাইন আপডেট

আর্কাইভ