ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

গ্যাস বিদ্যুৎ পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রেসক্লাবে বিএনপির মানববন্ধন

সংগ্রাম অনলাইন ডেস্ক: গ্যাস বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির পূর্ব ঘোষিত মানববন্ধন করছে বিএনপি।

নির্ধারিত সময় মঙ্গলবার বেলা ১১টায় মানববন্ধন শুরু হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকেই দলটির নেতাকর্মীরা প্রেসক্লাবে আসতে শুরু করেন। খন্ড খন্ড ভাবে জড়ো হয়ে ইতোমধ্যেই প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিচ্ছেন নেতাকর্মীরা। ইতোমধ্যে মানববন্ধনে অংশনিতে বিএনপি'র সিনিয়র নেতারা উপস্থিত হয়েছেন।

এরআগে, শনিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করে কর্মসূচির ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ।

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের বিরুদ্ধে আজকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধার প্রতিবাদে আগামীকাল ঢাকা মহানগরে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।’

এছড়া বিদ্যুৎ ও ওয়াসার পানির দাম বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা মহানগরসহ সারা দেশে জেলা সদর ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।  ঢাকায় মানববন্ধন জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় শুরু হয়ে ১২টা পর্যন্ত চলবে।

 

অনলাইন আপডেট

আর্কাইভ