শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মুজিববর্ষে ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণের দাবি

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে সকল ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় -সংগ্রাম

স্টাফ রিপোর্টার: মুজিববর্ষে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণের দাবি জানিয়েছে-বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির নেতা-কর্মীরা। দাবি আদায়ে আগামী ১ এপ্রিল থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালনেরও ঘোষণা দেন শিক্ষক নেতারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন-সমিতির সভাপতি কাজী ফয়েজুর রহমান, সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান, সহসভাপতি মাওলানা মো. শাহজাহান, এবিএম আব্দুল কুদ্দুস,আবু মুসা ভূইয়া, মো. সামছুল আলম, হাফেজ মোহাম্মদ মাহমুদ, নাসরিন বেগম, আলতাফ হোসেন, মো: আব্দুল হান্নান, রেজাউল করিম, আনোয়ার হোসেন, আ.ন.ম আনোয়ার হোসেন, মো. শওকত আলী, আব্দুর রাজ্জাক,আব্দুল মজিদ, মো: সানাউল্লাহ, মো: মাহতাব মিয়া,আব্দুল কাদের, মফিজ উদ্দিন, আবুল কাশেম সিরাজুল ইসলাম, মোখলেছুর রহমান, ওবায়েদুল হক, সরদার কামাল, মো: জাহিদ প্রমুখ।
সমিতির  মহাসচিব মাওলানা কাজী মোখলেসুর রহমান বলেন, সরকার মুজিববর্ষে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের চাকরি সরকারিকরণের ঘোষণা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবেন বলে দেশে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আশা করে। বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন স্থাপন করে ইসলামী শিক্ষার যে গোড়া পত্তন করেছিলেন তাঁর কন্যা শেখ হাসিনার বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণ করে ইসলামের মূল ভিত্তি মজবুত করবেন এটাই জাতির প্রত্যাশা।
তিনি আরও বলেন,স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা ২০১৮ অনুমোদন করে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৫ বছর যাবত অবহেলিত বঞ্চিত শিক্ষকদের মনে আশার আলো ছড়িয়ে দিয়েছেন। এখন ইবতেদায়ি শিক্ষকদের প্রাণের দাবি চাকরি সরকারিকরণ এবং প্রাথমিকের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার ছাত্র-ছাত্রীদের সুযোগ সুবিধা প্রদান করা।
শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলোর মত মুজিববর্ষ উপলক্ষে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণ, ইবতেদায়ি মাদরাসার নীতিমালা সংশোধন করে আলিম শিক্ষকের পরিবর্তে এইচএসসি পাস শিক্ষক অন্তর্ভুক্ত করা, কোড বিহীন স্বতন্ত্র মাদরাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বর অন্তর্ভুক্তকরণ, প্রাথমিকের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার ছাত্র-ছাত্রীদের সুযোগ সুবিধা প্রদান, প্রাথমিকের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা, প্রাথমিকের ন্যায় প্রতিটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় অফিস সহায়ক নিয়োগ, প্রাথমিকের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ এবং প্রাথমিকের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদারাসাগুলোতে আসবাবপত্র সরবরাহসহ ভবন নির্মাণ করতে হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ