শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সম্মিলিত প্রয়াসে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে -রেজাউল করিম চৌ.

চট্টগ্রাম ব্যুরো : আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে  মেয়র পদে নৌকার প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রয়াত চট্টল বীর এবিএম মহিউদ্দীন চৌধুরীর উত্তরসূরী হিসাবে চট্টগ্রামের উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখব। আমি মেয়র নির্বাচিত হলে সে ধারা অব্যাহত রেখে এ নগরীকে বিশ্বমানের উন্নীত করবো। আমি বিশ্বাস করি নারী সমাজ উন্নয়নের পুরোধা, তারা সাংসারিক সমাজে এবং রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশকে এগিয়ে নিচ্ছেন।
 তিনি  শনিবার ১৪ মার্চ সকালে চট্টগ্রাম  নগরীর কে.সি দে রোডস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত নারী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন। তিনি বলেন, জলাবদ্ধতা এ নগরীর দীর্ঘদিনের সমস্যা। এ জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ এবং অন্যান্য সেবা সংস্থাগুলোকে ১২শ কোটি টাকারও  বেশি বরাদ্দ দিয়েছেন। জলাবদ্ধতা নিরসনসহ অন্যান্য সমস্যা সমধানে সম্মিলিত প্রচেষ্টা ও সমন্বিত উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া  মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে সচেষ্ট হবো। আমি মনে করি, ব্যক্তি হিসাবে আমি বড় কিছু নই। সবচেয়ে বড় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতীক নৌকা। তাই সকলের সম্মিলিত প্রয়াসে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। আমি এবং দলের সকল স্তরের নেতাকর্মীরা এ প্রত্যাশা করেন।
সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রধান সমন্বয়ক ইঞ্জি. মোশাররফ হোসেন এমপি বলেন, মুজিব বষের্র শুরুতে বারুদগন্ধি স্বাধীনতার মাসে শেখ হাসিনাকে নৌকা প্রতীকের বিজয় উপহার দিয়ে চট্টগ্রাম ইতিহাসের অংশীদার হবে। আমি বিশ্বাস করি, নারী সমাজ পুরুষদের চেয়েও অধিকতর কর্ম উদ্যোগী। তারা ভোরবেলায় ঘুম থেকে উঠে সংসারের কাজ কর্ম শুরু করে সমাজের জন্য কাজ করেন এবং  ছেলে সন্তানদের মানুষ হিসাবে গড়ে তুলতে তারা সবচেয়ে বেশি আন্তরিক ও সক্রিয়। আমি আহবান জানাই, এই নারী সমাজ ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাফল্য ও অর্জনের বার্তা পৌঁছে দিয়ে নৌকার পক্ষে ভোট দেয়ার জন্য আহবান জানাবেন।
সমাবেশে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি সাফিয়া খাতুন বলেছেন, এই চট্টগ্রামকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মভুমি গোপালগঞ্জের পর বেশি ভালবাসেন। তাই তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, চট্টগ্রামে সাংগঠনিক ভিত্তি মজবুত করে সতর্ক নজরদারি রাখতে। আমি আনন্দিত ও গর্বিত, চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন মহিলা আওয়ামী লীগকে ৪৩ টি সাংগঠনিক ওয়ার্ডে সংগঠিত করেছেন। আমি চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের নেতৃত্বের প্রতি আস্থাভাজন হয়ে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে মহিলা আওয়ামীলীগ নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করার আহবান জানাচ্ছি।
চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী সঞ্চলনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহসভাপতি আলেয়া পারভীন রঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক শিরীণ রুখসানা, শিখা চক্রবর্ত্তী, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলী, শেখ আনোয়ার কলি পুতুল, সুরাইয়া বেগম ইভা, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব, সাধারণ সম্পাদক লুবনা হারুন, উত্তর জেলার সভাপতি দিলোয়ারা ইউসুফ, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া আনোয়ার, মহানগর মহিলা আওয়ামী লীগের সহসভাপতি মমতাজ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগ,  হোসনে আরা বেগম, খোরশেদা বেগম, হাসিনা আকতার টুনু, হুরে আরা বিউটি, লায়লা আকতার এটলী, আয়েশা আলম, শাহীন আকতার রোজী, সুপ্রিয়া ভট্টাচার্য্য, তসলিমা জাহান রুবী, আয়েশা সিদ্দিকা, আয়েশা আকতার পান্না প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ