ঢাকা, শনিবার 04 May 2024, ২১ বৈশাখ ১৪৩০, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

নরসিংদী ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৪ জনের প্রাণহানি, ৮জন আহত

সংগ্রাম অনলাইন ডেস্ক: নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ও ময়মনসিংহের ভালুকায় পৃথক দুটি সড়ক সড়ক দুর্ঘটনায় ৪ জন প্রাণ হারিয়েছেন।আহত হয়েছেন আরো আটজন।আজ শুক্রবার ভোরের দিকে এসব দুর্ঘটনা ঘটনা ঘটে।   

আজ শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপন সংঘর্ষে দুজন নিহত ও ৬ জন আহত হয়।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, সকাল ৬টার দিকে পাকিজা স্টিল মিলের সামনে সিলেট থেকে আসা ঢাকাগামী পাথরবোঝাই ট্রাক নরসিংদীগামী একটি পিক-আপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং ছয়জন আহত হয়।

আহতদের নরসিংদী জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

অন্যদিকে ময়মনসিংহের ভালুকায় দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।

আজ ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভান্ডাব এলাকায় আসপাডা ওয়াটার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার ট্রাকচালক জামাল উদ্দিন (৪০) ও তার সহকারী শাকিব (২২)।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন জানান, ভোর ৪টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা মুরগির খাদ্যবোঝাই একটি ট্রাক ভালুকা পৌরসভার ভান্ডাব এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসপাডা ওয়াটার হাউজের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগির খাদ্যবোঝাই ট্রাকের চালক ও তার সহকারী মারা যায়।

নিহতদের উদ্ধার করে ভালুকা মডেল থানায় আনা হয়েছে।

ডিএস/এএইচ

 

 

অনলাইন আপডেট

আর্কাইভ