বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

সেই ব্যাংক ম্যানেজার নিজ উদ্যোগে ইউনিয়নবাসীকে সচেতন করলেন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : ডাক্তারদের পিপিই পড়ে ভাইরাল হওয়া জনতা ব্যাংক বাতাকান্দি শাখার ব্যবস্থাপক জসীম উদ্দীন দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার বিকেলে দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মঈন চৌধুরীকে নিয়ে প্রায় দুইশ’ পরিবারের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন এবং হোম কোয়ারেন্টাইনে থাকা ২৩ জনের খোঁজ খবর নেন। এখানে উল্লেখ্য যে, গত সপ্তাহে সদ্য বিদেশ ফেরত ২৩ জনকে এই জসীম উদ্দীনের একান্ত প্রচেষ্টায় হোম কোয়ারেন্টাইনে বাধ্য করা হয়েছিলো। তার সাথে কথা বলে জানা গেছে, ভাইরাল হওয়া ছবিটিতে যে পিপিই দেখা গেছে, এটি আসলে স্থানীয়ভাবে নিজেরা তৈরি করা এ্যাপ্রোন। এটি ডাক্তারদের পিপিই নয়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে শাখার কর্মকর্তা এবং গ্রাহকদের সুরক্ষায় সে নানা রকম প্রদক্ষেপ নিয়েছেন। সে আরো জানান, এই সময়ে ডাক্তাররাই জাতির প্রধান সৈনিক। সবার আগে সরকারের উচিত তাদের নিরাপত্তার ব্যবস্থা করা। তবে দেশের এই দুর্দিনে ডাক্তার, প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও জনগণকে সেবা দিয়ে যাব। আমাদেরও নিরাপত্তার দরকার আছে। কে সুস্থ আর কে অসুস্থ সেটা বিবেচনা করে ব্যাংকিং করা যায় না।

অনলাইন আপডেট

আর্কাইভ